সাইফুল ইসলাম : চট্টগ্রাম মহানগরীতে একটি গার্মেন্টস এক্সেসরিজের দোকান আগুনে পুড়ে গেছে। গতকাল রোববার রাত ২টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে রেয়াজুদ্দিন বাজারের খোদাবক্স মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, এম আর ট্রেডার্স নামে গার্মেন্টস এক্সেসরিজের দোকানে এ অগ্নিকাণ্ডের খবরে নন্দনকানন ফায়ার সার্ভিসের ২টি গাড়ি ঘটনাস্থলে যায়। প্রায় পৌনে ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে রফিকুল ইসলামের মালিকাধীন গার্মেন্টস এক্সেসরিজের দোকানটি পুড়ে যায়। এতে ৫ লাখ টাকার ক্ষতি হলেও ১২ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।