চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে শ্রমিকদের কর্মবিরতি

জাহাঙ্গীর আলম সেজান : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরেও কর্মবিরতি পালন করছেন বিমানের ক্যাজুয়াল শ্রমিকরা। গতকাল রোববার সকাল ১০ থেকে এ কর্মবিরতি পালন করে তারা।
এদিকে শ্রমিকদের কর্মবিরতিতে বিমান বন্দরের স্বাভাবিক কার্যক্রমে কোন প্রভাব পড়েনি বলে জানালেন, বাংলাদেশ বিমানের স্টেশন ম্যানেজার গোলাম নাসের আজমী। তিনি বলেন, সকাল থেকে শাহ আমানত বিমানবন্দরের ক্যাজুয়াল শ্রমিকরা চাকরি স্থায়ী করণের দাবিতে কর্মবিরতি পালন করে। তবুও আমরা গ্রাহকদের সেবা পুরোপুরি নিশ্চিত করতে তৎপর রয়েছি।
জানা গেছে, গতকাল সকালে পরিচালনা পর্ষদ সভায় স্থায়ী হওয়ার নিশ্চয়তা না পাওয়ায় আবারও নিয়মতান্ত্রিক ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের ক্যাজুয়াল শ্রমিকরা। এরই ধারাবাহিকতায় চট্টগ্রামে কর্মবিরতি পালন করা হয়।

সর্বশেষ