শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
spot_img

উচ্চ রক্তচাপ কমায় যেসব ফল

 

আজকাল উচ্চ রক্তচাপের কোন বয়স নেই। অল্প বয়সী থেকে বয়স্ক সবারই রক্তচাপ হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, জীবনযাত্রা এবং খাদ্যাভাস এর জন্য অনেকাংশে দায়ী। এছাড়া দৈনন্দিন জীবনের উৎকন্ঠা রক্তচাপ অনেক বাড়িয়ে দেয়। উচ্চ রক্তচাপ এড়াতে এ কারণে বিশেষজ্ঞরা দুশ্চিন্তা কমানোর পরামর্শ দেন। পুষ্টিবিদরা বলছেন, কিছু ফল আছে যেগুলো উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। তাই রক্তচাপ নিয়ন্ত্রণে এগুলো নিয়মিত খাদ্য তালিকায় রাখতে পারেন।

কলা : সবচেয়ে সহজলভ্য ফল হচ্ছে কলা। এটি সারা বছরই পাওয়া যায়। এই ফলের রয়েছে নানা গুণ। কলাতে সোডিয়াম কম থাকে, পটাশিয়াম বেশি থাকে, যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। এজন্য উচ্চ রক্তচাপ কমাতে নিয়মিত কলা খেতে পারেন।

বেদানা : এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি স্বাভাবিক রক্ত চলাচলেও ভূমিকা রাখে। এতে বিদ্যমান অ্যামাইনো এসিড, ভিটামিন সি , পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমাতে বেশ কার্যকর।

তরমুজ : গ্রীষ্মের ফল তরমুজে প্রচুর পরিমানে ফাইবার , পটাশিয়াম, ভিটামিন এ , অ্যামাইনো এসিড থাকে। এসব উপাদান হার্ট ভালো রাখতে সহায়তা করে। সেই সঙ্গে রক্তচাপ নিয়ন্ত্রণেও এগুলো ভূমিকা রাখে।

বিট : এতে থাকা বিভিন্ন খনিজ উপাদান রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। হঠাৎ করে কারও রক্তচাপ কমে গেলে বিটের জুস খেতে পারেন। এটি রক্তচাপের মধ্যে সামঞ্জস্য বজায় রাখে।

কমলা : এতে প্রচুর পরিমানে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার থাকে। এসব উপাদান মানসিক চাপ কমাতে সাহায্য করে। সেই সঙ্গে রক্তচাপ নিয়ন্ত্রনেও ভূমিকা রাখে।

এছাড়া আপেল, নাশপাতি, আঙ্গুর,খেজুর -এসব ফলও রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে।

সর্বশেষ