বরুণ ধাওয়ান রীতিমতো আকাশে উড়েছেন বলা যায়! সম্প্রতি মুক্তি পাওয়া ‘অক্টোবর’ ছবি ব্লকবাস্টার হিট হওয়ার পর রেমো ডি সুজার নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। তার বিপরীতে থাকছেন ক্যাটরিনা কাইফ।
বিস্ময়কর খবর হচ্ছে, এই ছবিতে অভিনয়ের জন্য পরিচালক রেমো ডি সুজার চেয়ে বেশি পারিশ্রমিক পাচ্ছেন বরুণ। ৩২ কোটি রুপি পাচ্ছেন বরুণ, ১২ কোটি পাচ্ছেন পরিচালক রেমো ডি সুজা এবং ক্যাটরিনা পাচ্ছেন ৭ কোটি রুপি।
উল্লেখ্য, ছবিটি রেমো ডি সুজার নাচ নিয়ে করা ‘এবিসি’ এবং ‘এবিসি ২’ এর আদলে তৈরি করা হলেও এবার আর এবিসি নামটি থাকছে না। পরিচিতি পাচ্ছে অন্য নামে যা এখনো ঠিক করা হয়নি। চমক হিসেবে ছবিটিতে ৪ডি এবং আইএমএক্স আদলে ছবিটি তৈরি করা হবে।
বরুণ ধাওয়ান এই মুহূর্তে করণ জোহরের ‘কলঙ্ক’ ছবি নিয়ে ব্যস্ত আছেন। ছবিটিতে অভিনয় করছেন আলিয়া ভাট, সোনাক্ষী সিনহা, আদিত্য রায় কাপুর, মাধুরি দীক্ষিত এবং প্রধান চরিত্রে আছেন সঞ্জয় দত্ত।
আর ক্যাটরিনা কাইফ ব্যস্ত আছেন শাহরুখ খান এবং আনুশকা শর্মার সঙ্গে আনন্দের এল রাইয়ের ‘জিরো’ ছবির শুটিং নিয়ে। সূত্র : টাইমস অফ ইন্ডিয়া