বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ ৩ র‌্যাব সদস্যকে ঢাকার সিএমএইচে স্থানান্তর

চট্টগ্রামের মুরাদপুর রেলগেট এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গুরুতর আহত ৪ র‌্যাব সদস্যের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে। গুলিবিদ্ধ অপর র‌্যাব সদস্যের চট্টগ্রামের সিএমএইচে চিকিৎসা চলছে।

- Advertisement -

শুক্রবার বিকেলে র‌্যাব সদর দফতর থেকে ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, বৃহস্পতিবার রাতে চট্টগ্রামে সন্ত্রাসীদের সঙ্গে গুলিবিনিময়কালে গুলিবিদ্ধ চার র‌্যাব সদস্যদের মধ্যে একজনের অস্ত্রোপচার চলছে চট্টগ্রাম সিএমএইচে। বাকি ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকা সিএমএইচে স্থানান্তরিত করা হচ্ছে।

বার্তায় আরো জানানো হয়, আহতদের দেখতে শুক্রবার বিকেল ৫টায় র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ সিএমএইচে যাবেন। সেখানে তিনি আহতদের খোঁজ-খবর নেবেন এবং সাংবাদিকের সঙ্গে মতবিনিময় করবেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার দিবাগত রাতে চট্টগ্রামের মুরাদপুর রেলগেট এলাকায় র‌্যাব-৭ এর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অসীম রায় বাবু নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় কর্মকর্তাসহ আহত হয়েছেন র‌্যাবের চার সদস্য। আহত র‌্যাব সদস্যরা হলেন- র‌্যাব-৭ এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার সাফায়েত জামিল ফাহিম, মেজর মেহেদী হাসান, লেন্স কর্পোরাল আরিফ ও লেন্স কর্পোরাল শহীদ। তাদের চট্টগ্রাম সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।

সর্বশেষ