চট্টগ্রামে ‘ভুয়া’ দুই সাংবাদিককে আটকে রাখার পর মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন তারা। মঙ্গলবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ‘এসবিসি’ নামের ভুয়া একটি অনলাইন টিভি সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল প্রেস ক্লাবে। খবর পেয়ে চট্টগ্রাম প্রেস ক্লাব, পটিয়া প্রেস ক্লাব, আনোয়ারা প্রেস ক্লাব ও কণফুলী প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত হন।
এসময় আয়োজক ‘এসবিসি’ টিভির প্রতিনিধি ইমতিয়াজ ফারুকী (২৮) ও পরিচালক ফরিদ এম তারিককে (৩০) আটক করা হয়। পরে মুচকেলা দিয়ে ছাড়া পান তারা।
অভিযোগ রয়েছে- এই প্রতারক চক্র বেশ কিছুদিন ধরে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ও জেলা শহরে সাংবাদিকের নাম ভাঙ্গিয়ে প্রতারণা করে যাচ্ছে।
ভুয়া সাংবাদিকদের সংবাদ সম্মেলন ভন্ডুল করে দেওয়ার সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) শহীদুল ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সিইউজের টিভি ইউনিট প্রধান আনিন্দ্য টিুটু, চট্টগ্রাম টিভি ক্যামরা অ্যাসোসিয়শনের সভাপতি সাজিবুল ইসলাম সাজিদ, ডিবিসি চট্টগ্রাম ব্যুরোর মাসুদুল হক, পটিয়া প্রেস ক্লাব সভাপতি হারুনুর রশিদ ছিদ্দিকীসহ পটিয়ার বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার কমরত সংবাদকমীরা।
এর আগে গত ৭ অক্টোবর পটিয়া-ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়িতে গিয়ে ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত অফিসার মিজানুর রহমানের কাছ থেকে টাকা দাবি করেন দুই ব্যক্তি। হাইওয়ে পুলিশ ফাঁড়িতে তাদের আটক রাখা হয়। পরে মুচলেকা দিয়ে ছাড়া পান তারা।
তাদের মধ্যে ইমতিয়াজ ফারুকীসহ অন্য আরেকজন মঙ্গলবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সহ-সভাপতি শহীদুল ইসলাম বলেন, ইদানিং নগরসহ বিভিন্ন উপজেলায় ভুয়া সাংবাদিকের তৎপরতা বেড়েছে। তারা বিভিন্ন মানুষের কাছ থেকে প্রতারনা করে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে আহবান জানান তিনি।