সরকারের সব মানুষ কি ধোয়া তুলসি পাতা : নঈম নিজাম

 

- Advertisement -

ডিজিটাল নিরাপত্তা আইনের নয়টি ধারা সংশোধনের দাবিতে সম্পাদক পরিষদের মানববন্ধনকে ‘নজিরবিহীন’ হিসেবে দেখছেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম। স্বাধীনতার পর সম্পাদকরা এভাবে আর কখনও রাস্তায় নামেননি বলে জানান তিনি। এটা বিশ্বকে ভালো বার্তা দেবে না বলে মন্তব্য করেছেন এই সম্পাদক। সোমবার চ্যানেল আইয়ের ‘আজকের সংবাদপত্রে’ আলোচনায় তিনি এসব কথা বলেন।

নঈম নিজাম বলেন, ‘সরকারের সব মানুষ কি ধোয়া তুলসি পাতা! সরকারের নাম ভাঙিয়ে সন্ত্রাসী কার্যক্রম করছে, ড্রাগ ডিলারি করছে, সরকারের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে, মাদক ব্যবসা করছে। আমরা যদি তার বিরুদ্ধে সংবাদ পরিবেশন করি, পরে সে যদি পুলিশকে কনভেন্স করে আমার কাছে পাঠিয়ে দেয়। পুলিশ আমার কম্পিউটার জব্দ করে, সার্ভার নিয়ে চলে যায় অথবা আমাকে আটকও করতে পারে। এ জায়গাগুলোতে সরকার স্পষ্ট করলে সমস্যা কোথায়।

‘আমাদের বক্তব্য হলো সরকার বলে দিক এই আইনটা শুধু সাইবার ক্রাইমের বিষয়ে থাকবে, গণমাধ্যমের ওপর কোনো আঘাত আসবে না। এটা সরকারের গুরুত্বের সঙ্গে ভাবার দরকার, সবকিছু খামখেয়ালির বিষয় থাকতে পারে না। আপনি কোনো কিছু আপনার গায়ে লাগালেন না, স্পর্শ লাগলো না এটাতো ঠিক নয়।’

আইন পাসের বিষয়ে নঈম নিজাম বলেন, ‘সরকারের চাইলে যেকোনো কিছু সম্ভব, কারণ সরকারের চেয়ে শক্তিশালী কেউ নয়। আগামী অধিবেশনে যদি সরকার তা সংশোধনের চিন্তা করে তা সম্ভব।’

সর্বশেষ