- Advertisement -
অনলাইন ডেস্ক : যুক্তিতর্ক শেষ না করে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের তারিখ ঘোষণা আদালতের প্রতি সরকারের কর্তৃত্বের বহি:প্রকাশ। এ কথা বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ। বুধবার দুপুরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় রায় ২৯ অক্টোবর। মঙ্গলবার ১৬ অক্টোবর রাজধানীর নাজিমুদ্দিন সড়কে পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান এ দিন ধার্য করেছেন। আদালত বলেছে, এ মামলায় ২৯ অক্টোবর পর্যন্ত জামিনে থাকবেন খালেদা জিয়া। খালেদা জিয়ার আইনজীবীরা বলেছেন, এ আদেশের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে যাবেন।