খালেদা জিয়ার কার্যালয়ে চলছে ঐক্যফ্রন্টের বৈঠক

 

- Advertisement -

জাতীয় ঐক্যফ্রন্টের লিয়াজোঁ কমিটির বৈঠক শুরু হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় গুলশানে রাত সোয়া আটটায় ওই বৈঠক শুরু হয়।

ঐক্যফ্রন্টের শীর্ষনেতা আ স ম আবদুর রবের উত্তরার বাসায় মঙ্গলবার ঐক্যফ্রন্টে থাকা সকল দলকে নিয়ে ওই লিয়াজোঁ কমিটি গঠন করা হয়। আজকের বৈঠকে তাদের কার্যক্রম ও দায়িত্ব চূড়ান্ত করা হবে।

আগামীতে সরকারবিরোধী সকল আন্দোলনের কর্মসূচি তারাই ঠিক করবেন। বৈঠকে উপস্থিত আছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, ড.খন্দকার মোশাররফ হোসেন ও ব্যারিস্টার মওদুদ আহমদ। ঠাকুরগাঁওয়ে থাকায় আসেননি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থিত আছেন ব্যারিস্টার মইনুল হোসেন, আ স আবদুর রব, মাহমুদুর রহমান মান্না প্রমুখ।

সর্বশেষ