কোরআন তেলাওয়াতের মাধ্যমে জাতীয় পার্টির (জাপা) মহাসমাবেশ শুরু হয়েছে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সকাল সাড়ে ১০টার দিকে সমাবেশ শুরু হয়। সমাবেশের শুরুতে কোরআন তেলাওয়াতের পর ইসলামিক সংগীত৷ এরপর পবিত্র গিতা পাঠ করার পর দলীয় সংগীত গাওয়া হয়।
জাপার নেতাকর্মীরা মিছিলসহকারে উদ্যানে আসছেন। পোস্টার, ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে দিতে উদ্যানে প্রবেশ করছে নেতাকর্মীরা। এরই মধ্যে উদ্যানের একটি বড় অংশ জুড়ে তৃণমূল নেতাকর্মীদের অবস্থান নিয়েছেন।
সমাবেশ শুরু হলেও এখনো এসে উপস্থিত হননি প্রধান অতিথি জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। উপস্থিত আছেন, কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশীদ, প্রফেসর দেলোয়ার হোসেন, এস এম ফয়সল চিশতী, এম এ সাত্তার, ইয়াহয়া চৌধুরী এমপি, সাহিদুর রহমান টেপা, মসিউর রহমান রাঙ্গা, ফখরুল ইমাম, সুনীল শুভরায়, মাসুদ পারভেজ সোহেল রানা, মীর আব্দুস সবুর আসুদ, নাসরিন জাহান রত্না, লিয়াকত হোসেন খোকা এমপি, তাজ রহমান, সালমা ইসলাম এমপি, আলমগীর সিকদার লোটন, অনন্যা হোসেন মৌসুমী প্রমুখ।