বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
spot_img

এমপিদের সুযোগ দিতে বিধি সংশোধনে ফের উদ্যোগী, নির্বাচন কমিশন

 

- Advertisement -

স্থানীয় সরকারের সিটি কর্পোরেশন নির্বাচনের আচরণবিধি সংশোধনে ফের উদ্যোগী হয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার বিষয়টি কমিশন সভায় উপস্থাপন করা হবে।

আওয়ামী লীগ স্থানীয় নির্বাচনে এমপিদের প্রচারে নামার সুযোগ দাবি করার এক সপ্তাহের মাথায় বিষয়টি নিয়ে এই সিদ্ধান্ত নিল ইসি।

ক্ষমতাসীনদের এই দাবির পাশাপাশি নির্বাচন নিয়ে বিএনপির পক্ষ থেকে যেসব দাবি জানানো হয়েছে সেগুলোও কমিশন সভায় আলোচনা হবে বলে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছেন।

তিনি বলেন, একটি রাজনৈতিক দল কমিশনের কাছে বিধি সংশোধনের দাবি নিয়ে এসেছে। সেজন্য বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করতেই কমিশন সভা দেয়া হয়েছে।

২০১৫ সালে দলভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্তের পর মন্ত্রী-এমপিদের প্রচারের সুযোগ দেয়া না দেয়া নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে তৎকালীন কাজী রকিবউদ্দীন কমিশন।

প্রাথমিকভাবে মন্ত্রী-এমপিদের নাম উল্লেখ না করে সরকারি সুবিধাভোগীদের প্রচারের সুযোগ করে দিয়ে বিধির খসড়া তৈরি হয়। এ নিয়ে তুমুল সমালোচনার মধ্যে সরকারি সুবিধাভোগীদের প্রচারণায় অংশ নেয়ায় নিষেধাজ্ঞা আরোপ করে আচরণবিধি চূড়ান্ত করা হয়। এ নিয়ে শুরু থেকেই ক্ষোভ জানিয়ে আসছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

সর্বশেষ