শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫
spot_img

আওয়ামীলীগের উপমন্ত্রী আরিফ খান জয়ের ওপর লন্ডনে হামলা

 

- Advertisement -

লন্ডনে হামলার শিকার হয়েছেন বাংলাদেশের ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। বুধবার স্থানীয় সময় বিকেলে ওয়েস্টমিনস্টারের দ্বিতীয় কুইন এলিজাবেথ কনফারেন্স সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

ওই সময় সেখানে বিক্ষোভ করছিলেন যুক্তরাজ্য শাখা বিএনপির নেতাকর্মীরা। ওই বিক্ষোভ থেকে উপমন্ত্রীর ওপর হামলা হয়। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি বলেন, উপমন্ত্রী আরিফ খান জয় বিএনপির বিক্ষোভের পাশ দিয়ে হেঁটে কমনওয়েলথ শীর্ষ সম্মেলন স্থলের দিকে যাচ্ছিলেন। এ সময় বিএনপির বিক্ষোভ থেকে তার উদ্দেশে কটু মন্তব্য করা হয়। একপর্যায়ে উপমন্ত্রীকে শারীরিকভাবে হেনস্তা করেন কয়েকজন।

কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে লন্ডনে অবস্থান করছেন।

সর্বশেষ