মায়ের কবরের পাশে শায়িত হলেন গিটারের যাদুকর আইয়ুব বাচ্চু

 

- Advertisement -

‘এই রূপালি গিটার ফেলে একদিন চলে যাবো দূরে বহুদূরে’-গানে গানে এই কথা বলে যাওয়া মানুষটা সত্যিই চলে গেলেন। চিরতরে পাড়ি জমালেন ওপারে। শায়িত হলেন সাড়ে তিন হাত মাটির ঘরে। মায়ের কবরের পাশেই সমাহিত হয়েছেন ব্যান্ড সংগীতের কিংবদন্তি তারকা আইয়ুব বাচ্চু।

শনিবার বাদ আসর চট্টগ্রামের এনায়েতবাজারের চৈতন্যগলি কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে আইয়ুব বাচ্চুর। অশ্রুভেজা চোখে কম্পিত হাতে তাকে মাটির ঠিকানায় রেখে আসেন পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনেরা। সঙ্গে ছিলো হাজার হাজার চট্টগ্রামবাসী।

এর আগে জামিয়াতুল ফালাহ জামে মসজিদ মাঠে আইয়ুব বাচ্চুর চতুর্থ জানাজা অনুষ্ঠিত হয়। বাচ্চুর শেষ জানাজায় অংশ নেয়ার জন্য সেখানে নামে মানুষের ঢল। হাজারো মানুষ ছুটে আসেন প্রিয় এই শিল্পীকে বিদায় জানাতে। জানাজার আগে আইয়ুব বাচ্চুর মরদেহ রাখা হয়েছিলো মসজিদের মাঠেই। সেসময় চট্টগ্রামের সর্বস্তরের মানুষ তাকে শ্রদ্ধা জানায়।

শনিবার সকালে ঢাকা থেকে চট্টগ্রামে নেয়া হয় আইয়ুব বাচ্চুর মরদেহ। ইউএস বাংলার একটি বিশেষ ফ্লাইটে তাকে নিয়ে যাওয়া হয় তার নিজ শহরে। চট্টগ্রামে আইয়ুব বাচ্চুর মরদেহ গ্রহণ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। এছাড়া হাজার হাজার স্থানীয় মানুষ রাস্তার দু’পাশে দাঁড়িয়ে অপেক্ষায় থাকেন চট্টগ্রামের এই কৃতী সন্তানকে শেষবারের মতো দেখার জন্য।

গত বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন আইয়ুব বাচ্চু। তার মৃত্যুতে গোটা দেশে শোকের ছায়া নেমে এসেছে। শুধু বাংলাদেশেই নয়, পার্শ্ববর্তী দেশ ভারতের মানুষেরাও এই বরেণ্য শিল্পীর প্রয়াণে শোকাহত।

সর্বশেষ