- Advertisement -
বিএনপি চেয়ারপারসন কারাবন্দী বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাত করতে যেতে পারেন দলের তিন নেতা। আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টার দিকে ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে তারা দেখা করতে যাবেন।
এরা হলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও নজরুল ইসলাম খান।
তবে বিএনপির গুলশান কার্যালয় সূত্র বলছে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে ওই সূত্র জানায়।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদন্ড দেন। রায়ের পর থেকে কারাগারে আছেন খালেদা জিয়া। তার মুক্তির জন্য আইনি প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে বিএনপি।