spot_imgspot_img
spot_imgspot_img

ভারতে অনুপ্রবেশ মামলায় বিএনপি নেতা সালাউদ্দিন বেকসুর খালাস

spot_img

 

- Advertisement -

অনুপ্রবেশ মামলায় ভারতে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে বেকসুর খালাস দিয়েছে শিলংয়ের একটি আদালত।

শুক্রবার বিকেলে দেশটির মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ের বিচারিক হাকিম ডিজি খার সিংয়ের আদালত এ রায় দিয়েছেন। অনুপ্রবেশের দায়ে দেশটির ফরেনার্স অ্যাক্টে দায়ের করা ওই মামলায় তাকে খালাস দিয়ে দ্রুত দেশে ফেরার নির্দেশ দেন বিচারক।

২০১৫ সালে বিএনপির সরকার পতনের আন্দোলন চলাকালে নিখোঁজ হন তিনি। পরে তাকে ওই বছরের মাঝামাঝি সময়ে পাওয়া যায় ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ের শিলংয়ে।

সেখানে উদ্ভ্রান্তের মতো ঘুরছিলেন বিএনপি নেতা। পরে থানায় নেয়া হলে নিজের পরিচয় দেন সালাউদ্দিন। বিএনপি নেতার দাবি, তিনি কীভাবে শিলং গেছেন, সেটি জানেন না।

২০১৫ সালের ১১ মে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে সালাহউদ্দিন আহমেদের বিরুদ্ধে মামলা করে মেঘালয়ের শিলং পুলিশ। ১৯৪৬ সালের ১৪ ধারা অনুযায়ী, অবৈধ অনুপ্রবেশ আইনে করা মামলায় ২০১৫ সালের ২২ জুলাই আদালতে অভিযোগপত্র দেয় শিলং পুলিশ।

এতে বলা হয়, বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের শিলংয়ে আকস্মিক উপস্থিতি উদ্দেশ্যপ্রণোদিত। বাংলাদেশে বেশ কয়েকটি অভিযোগের বিচার এড়াতে তিনি ভারতে এসেছেন।

এ মামলায় আদালত সালাহউদ্দিন আহমেদের বক্তব্য রেকর্ড করেন। এ ছাড়া তাকে শিলংয়ে পাওয়ার পর যে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়, সেই হাসপাতালের দুই চিকিৎসকসহ ১০ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ