চট্টগ্রামে জাতীয় ঐক্যফ্রন্টের পূর্বনির্ধারিত জনসভাকে সামনে রেখে নুর সড়কের নসিমন ভবনের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া সতর্ক অবস্থান সত্তেও সকল বাধা পেরিয়ে চারদিক থেকে বড় বড় মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশ স্থলে যোগ দিয়ে কারাবন্দি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে নানা স্লোগান দিচ্ছেন। ইতোমধ্যে সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। বন্ধ রয়েছেকাজির দেউড়ি-নিউমার্কেট সড়কে সব ধরনের যান চলাচল। সংকুলান হচ্ছে না নেতাকর্মীদের জনস্রোত।
এদিকে আজ বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত এ সমাবেশে অনুষ্ঠিত হবে। এতে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।এর আগে জাতীয় ঐক্যফ্রন্টকে ২৫ শর্তে চট্টগ্রামে সমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ। শুক্রবার বেলা ১১টায় অনুমতি দেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুবর রহমান।
এ প্রসেঙ্গে নগর পুলিশের বিশেষ শাখার উপকমিশনার আবদুল ওয়ারিশ বলেন, ২৫টি শর্তে ঐক্যফ্রন্টকে নাসিমন ভবনের সামনে সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে। শর্তগুলো মেনে বিকাল ৩টা থেকে ৫টার মধ্যে সমাবেশ শেষ করবেন বলে নেতারা প্রতিশ্রুতি দিয়েছেন।
উল্লেখ্য, জাতীয় ঐক্যফ্রন্টের চট্টগ্রামে এটি দ্বিতীয় সমাবেশ। এদিনের সমাবেশে জোটের প্রধান ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।