চট্টগ্রামে ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের গ্রেপ্তার, সমাবেশে আসতে বাধা দেয়ার অভিযোগ

 

- Advertisement -

চট্টগ্রামে জাতীয় ঐক্যফ্রন্টের আজকের সমাবেশ ঘিরে পথে পথে বাধা দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ঐক্যফ্রন্টের নেতারা। একইসঙ্গে গত ২৪ ঘন্টায় পুলিশি ধরপাকরও চলছে। চট্টগ্রাম নগর বিএনপি সভাপতি মোহাম্মদ শাহজাহান মানবজমিনকে বলেন, গতরাত থেকেই গণগ্রেপ্তার চলছে। তাছাড়া নগরীর আশপাশ থেকে সমাবেশস্থল কাজীর দেউরিতে আসার পথে নেতা কর্মীদের বিভিন্নস্থানে বাধা দেয়া হচ্ছে। সমাবেস্থলের আশপাশ থেকে মাইক খুলে নেয়ার চেষ্টা হয়েও বলেও তিনি অভিযোগ করেন। এদিকে, গতরাত থেকে এ পর্যন্ত বিএনপির অন্তত বিশজন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মহানগরীর কোতোয়ালী থানার ওসি মহসীন গ্রেপ্তারের কথা নিশ্চিত করে বলেন, তাদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

সর্বশেষ