spot_imgspot_img
spot_imgspot_img

আওয়ামী লীগের সাথে জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপ হবে : ওবায়দুল কাদের

spot_img

 

- Advertisement -

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের সাথে ঐক্যফ্রন্টের সংলাপ হবে। শেখ হাসিনার দরজা কারো জন্য বন্ধ নয়।

সোমবার আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের দেওয়া চিঠির জবাবে তাদের সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। সংলাপের নেতৃত্ব দেবেন দলীয় প্রধান সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং সংলাপের তারিখ, সময়, স্থান শীঘ্রই জানানো হবে।

তিনি আরো বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন একটি চিঠি দিয়েছেন। সোমবার মন্ত্রিসভা বৈঠকের পর প্রধানমন্ত্রী ও সভাপতি শেখ হাসিনা উপস্থিত নেতাদের সঙ্গে এ নিয়ে আলোচনা করেন। অনির্ধারিত এ বৈঠকে আলোচনা শেষে সর্বসম্মতি সিদ্ধান্ত হয়েছে যে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগ সংলাপে বসবে। কারণ শেখ হাসিনার দরজা কারো জন্য বন্ধ থাকে না।’

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ