ফরমায়েশি রায় প্রত্যাখান করছি : জয়নুল

 

- Advertisement -

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজার রায়কে ফরমায়েশি উল্লেখ করে প্রত্যাখান করেছে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট। সোমবার সুপ্রিম কোর্টের ১ নং হলে প্রতিবাদ সমাবেশ থেকে এই রায় প্রত্যাখানের কথা জানান ঐক্যফ্রন্টের আহ্বায়ক জয়নুল আবেদীন।

তিনি বলেন, খালেদা জিয়া হাইকোর্টে বিচার পাননি। আপিল বিভাগেও বিচার পেলাম না। আজকের রায় ফরমায়েশি। সারাদেশের মানুষও ঘৃণাভরে এ রায় প্রত্যাখান করছে। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই খালেদা জিয়ার মুক্তি দাবি করছি।

অ্যাডভোকেট জয়নুল বলেন, আজকে আপিল বিভাগ খালেদা জিয়ার আবেদন খারিজ করে দিয়েছেন। খারিজ হলেও রায়ে অনেক বিষয় থাকে। কিন্তু সেটা না দেখেই আজকে আদালত খালেদা জিয়াকে ৭ বছর সাজা দিয়েছেন। এটা দুঃখজনক।

তিনি আরও বলেন, সরকার ও প্রধান বিচারপতিকে আহ্বান করবো ফরমায়েশি রায় থেকে দেশের মানুষকে বাঁচান।

সর্বশেষ