spot_imgspot_img
spot_imgspot_img

মঙ্গলবার ইসির সঙ্গে বৈঠকে যাবে না ঐক্যফ্রন্ট

spot_img

 

- Advertisement -

একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করতে নির্বাচন কমিশনে (ইসি) যাওয়ার কথা থাকলেও সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে জাতীয় ঐক্যফ্রন্ট।

সোমবার বিকেল ৫টার পরে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের চেম্বার মতিঝিলে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক থেকে বেরিয়ে মওদুদ আহমদ এ কথা বলেন।

সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে ঐক্যফ্রন্টের অন্যতম দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এ কথা জানান। মওদুদ জানান, নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়েও আলোচনা করতে চান তারা।

এসময় মওদুদ আরও বলেন, যেহেতু ইসি পুনর্গঠন নিয়ে সংলাপে আলোচনা হবে সেজন্য মঙ্গলবার ইসির সঙ্গে বৈঠকে যাবে না ঐক্যফ্রন্ট।

বৈঠকে সভাপতিত্ব করছেন জাতীয় ঐক্যফ্রন্টের মূল উদ্যোক্তা ড. কামাল হোসেন। আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী ও সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ