আপিল করে নির্বাচনে অংশ নিতে পারবেন খালেদা জিয়া: রফিকুল ইসলাম

 

- Advertisement -

নির্বাচন কমিশনার (ইসি) রফিকুল ইসলাম বলেছেন, আসন্ন সংসদ নির্বাচনে দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া উচ্চ আদালতে আপিল করে জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন। তবে যদি উচ্চ আদালত আপিল স্থগিত করে তাহলেই তিনি অংশ নিতে পারবেন। গতকাল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রফিকুল ইসলাম বলেন, শুধুমাত্র খালেদা জিয়ার কথা বলছি না, সবার জন্য বলছি, যদি কোনো ব্যক্তি প্রার্থী হতে চান, কোনো দণ্ডে দুই বছরের বেশি দণ্ডিত হয়েছেন পূর্বে, এরকম কোনো লোক একটি নির্দিষ্ট সময় পার না হলে প্রার্থী হতে পারেন না। যারা এখন দণ্ডিত হয়ে দণ্ড ভোগ করছেন, তাদের ক্ষেত্রে দ-টার যদি আপিল না থাকে, আপিলে যদি তাকে নির্বাচনে একেবারে অযোগ্য করার ঘোষণার বিষয়টা যদি নির্দিষ্ট করা না থাকে, তাহলে উনারা কিন্তু নির্বাচনে অংশ নিতে পারবেন। কিন্তু যদি বলা থাকে আপিলে সাজাটাকে স্থগিত করা হয়নি, তাহলে কিন্তু আমাদের পক্ষ থেকে তাকে নির্বাচনে অংশ নিতে দেয়া সম্ভব হবে না। কিন্তু উনারা আবারও আদালতের কাছে যেতে পারেন। আদালত বিচার-বিশ্লেষণ করে উনার প্রার্থিতা বহাল রাখতেও পারেন।

রফিকুল ইসলাম আরো বলেন, এখন পর্যন্ত কিন্তু আমরা জানি না, উনি আপিল করবেন কি না। আপিল করলে সেখান থেকে কী ধরনের রায় আসবে। আপিল গ্রহণ করা হলো, এটুকু বলেই ছেড়ে দেয়া হলো। আপিল সম্পর্কে কোনো বক্তব্য বললেন না। সেই ক্ষেত্রেও উনার একটা সুযোগ থেকে যাবে। উনাদের মতো লোকদের একটা সুযোগ থেকে যাবে। আদালতে আশ্রয় নিয়ে আদালত থেকে সিদ্ধান্ত নেয়া, উনি যোগ্য কি যোগ্য না। এটা আদলত নির্ধারণ করে দেবেন। আমরা সংবিধানের বাইরে যাবো না।
সোমবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলার রায় দিয়েছেন আদালত। রায়ে বেগম জিয়াকে ৭ বছরের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে।

খালেদা জিয়ার বিরুদ্ধে চলমান ৩৬ মামলার মধ্যে আজ দ্বিতীয় মামলার রায় এলো। এর আগে দুর্নীতির আরেক মামলায় ৫ বছরের কারাদণ্ড হয়েছে সাবেক এই প্রধানমন্ত্রীর। এ অবস্থায় দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করা বিএনপি যদি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয় তাহলে খালেদা জিয়া এ নির্বাচনে অংশ নিতে পারবেন কি-না স্বভাবতই তা নিয়ে প্রশ্ন উঠেছে। সম্পাদনা: হুমায়ূন কবির খোকন

সর্বশেষ