- Advertisement -
ডেস্ক রিপোর্ট: কিছুক্ষণ পর জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শুরু হবে। আজ শনিবার ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের চেম্বারে এ বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।
জানা যায়, পূর্ব ঘোষণা অনুযায়ী-ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে দলীয় সভার আয়োজন করেছেন কৃষক শ্রমিক জনতা লীগ। সভায় উপস্থিত রয়েছেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী, মাহমুদুর রহমান মান্না, সুলতান মনসুর আহমেদ, সৈয়দ আবুল মকসুদ, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী প্রমুখ। বঙ্গবীর কাদের সিদ্দিকীর এই প্রোগ্রাম শেষ করে নেতারা ফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে বসবেন।