চট্টগ্রামে পরিবহন শ্রমিকের রহস্যজনক মৃত্যু

 

- Advertisement -

তৌহিদুর রহমান: চট্টগ্রাম মহানগরীর একটি কন্টেইনার ডিপোর সামনে একটি কার্ভাডভ্যান হেলপারের রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় কাভার্ডভ্যান (যশোর মেট্টো-ট-১১০-১৭০) চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন আকবর শাহ থানার পুলিশ।গতকাল শনিবার আকবর শাহ থানায় সিটি গেট এলাকায় গোল্ডেন কন্টেইনার ডিপোর সামনে এ মৃত্যুর ঘটনা ঘটে।

থানার উপ-পরিদর্শক ইমামুল হাসান বলেন, আমরা দুপুর ১টার দিকে খবর পাই যে, একজন ব্যক্তির লাশ রাস্তায় পরে আছে। ঘটনাস্থলে গিয়ে জানতে পারি তিনি নারায়ণগঞ্জ থেকে আসা একটি কার্ভাডভ্যানের হেলপার। পরে লাশ উদ্ধার করে আমরা থানায় নিয়ে আসি। প্রত্যক্ষদর্শী রাকিব নামে একজন জানান, এক ব্যক্তিকে সামনে একটি মৃতদেহ নিয়ে বসে থাকতে দেখি। পাশে থাকা ব্যক্তি জানান, তিনি ওই গাড়ির চালক। হেলপার অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছে।

সর্বশেষ