- Advertisement -
রাজধানীর নয়াপল্টনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।
সোমবার সকাল ১০টা ২০ মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ অংশগ্রহণ করে।
এরপর বিএনপির পক্ষ থেকে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির কেন্দ্রীয়, মহানগরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রোববার বিকাল পাঁচটায় অ্যাপোলো হাসপাতালে মারা যান বর্ষীয়ান এই রাজনীতিবীদ।