নিজস্ব প্রতিবেদক: শেখ ফজলুল হক মনির রক্তে রাঙ্গা সংঘটন বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবলীগের আওতাধীন ডবলমুরিং থানা শাখার উদ্দ্যোগে দিনব্যাপী কর্মসূচীর মাধ্যমে পালন করা হয়। সকাল ১০টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও যুবলীগের প্রতিষ্টাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পনের মাধ্যমে কর্মসূচী শুরু হয়। অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পওে আলোচনা সভা ও কেক কাটা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় যুবলীগের সদস্য আলহাজ্ব আব্দুল মান্নান ফেরদৌস।
যুবলীগ নেতা ওসমান ফারুক বিবলু’র সভাপতিত্বে এবং যুবলীগ নেতা কফিল উদ্দিন বকুল’র সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন,২৩নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ফরিদ আহমদ,মো.আসলাম,যুবলীগ নেতা কামরান চৌধুরী,ওসমান গণি,এইচ এম ইকবাল,নুরনবী,সাবেক চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা রুবেল আহম্মদ বাবু,চট্টগ্রাম আইন কলেজ’র সাবেক ভিপি মাকসুদুর রহমান,সাইফুল,ছাত্রলীগ নেতা শিমুল মহসিন,ইমতিয়াজ প্রমুখ।