spot_imgspot_img
spot_imgspot_img

নির্বাচন পেছালে আ’লীগের আপত্তি নেই: ওবায়দুল কাদের

spot_img

 

- Advertisement -

নির্বাচন কমিশন নির্বাচন পেছানোর সিদ্ধান্ত নিলে তাতে আপত্তি করবে না আওয়ামী লীগ। দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমন মন্তব্য করেছেন।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন পেছাবে কি পেছাবে না সেটা নিবাচন কমিশনের ব্যাপার। কারণ সিডিউলের বিষয়টা সম্পূর্ণভাবে তাদের এখতিয়ার।

তিনি বলেন, তবে নির্বাচনের পেছানোর সময় এবং দাবিটা যৌক্তিক হতে হবে। সময় বাস্তবতার দিকে চেয়ে যথাযথ সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন- এটা আমরা প্রত্যাশা করি।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশন এটাও বলেছে- সব দলের মতামত নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।

মাশরাফির বিষয়টা অনেক আগে থেকে ভাবা হচ্ছে-জানিয়ে কাদের বলেন, মাশরাফি এলাকা কাজ করছে। আর সাকিবকে দেশের স্বার্থে খেলতে বলেছেন প্রধানমন্ত্রী।

এ সময় আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুবুল উল আলম হানিফ, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, একেএম এনামুল হক শামীম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ প্রমুখ উপস্থিত ছিলেন।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ