পারস্পারিক সম্পর্ক উন্নয়নের মধ্য দিয়ে শ্রমিকের জীবনমান উন্নতি নিশ্চিত হবে

তৌহিদুর রহমান : মালিক শ্রমিকের পারস্পারিক সম্পর্ক উন্নয়নের মধ্য দিয়ে শ্রমিকের জীবনমান উন্নতি নিশ্চিত হবে বলে মন্তব্য করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। গতকাল আজ শনিবার সকালে চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ সেন্টমার্টিন হোটেলে বাংলাদেশ ইন্সটিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) আয়েজিত এলআরএসসি ব্যবহারকারীদের তৃতীয় বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ সময় মেয়র কোন প্রতিষ্ঠানে শ্রমিক নিয়োগ করা হলে তাকে মালিক পক্ষ থেকে নিয়োগপত্র দেয়ার একটি আইনগত প্রক্রিয়া থাকলেও দেশের শিপ ব্রেকিং শিল্প, হোটেল, ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান গুলোতে এই আইনের কোন প্রয়োগ নেই বলে ক্ষোভ প্রকাশ করেন। তবে সা¤প্রতিক সময়ে শ্রমিকের এই অধিকার বাস্তবায়নে কলকারখানা শিল্প অধিদপ্তরকে কাজে লাগিয়ে সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে বলে জানান মেয়র।
তিনি বলেন, শ্রমিকের অধিকার, স্বার্থ আদায়ে শ্রমিক নেতাদেরকে ভূমিকা রাখতে হবে। মালিক পক্ষকে আন্তরিক দায়িত্ব পালন করতে হবে।
বিলস’র সহ-সভাপতি মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে ও কেন্দ্রীয় শ্রমিক লীগ যুগ্ম সম্পাদক শফর আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে ফেনী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ফছিউল আজম, কলকারখানা শিল্প অধিদপ্তর উপমহাপরিচালক আবদুল হাই খান ,বিভাগীয় শ্রম দপ্তর সহকারী পরিচালক মো. সাব্বির হোসেন, বিলস নির্বাহী পরিচালক জাফরুল হাসান, সদস্য এ এম নাজিম উদ্দিন, তপন দত্ত প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন শিল্পাঞ্চল ইউনিটের শ্রমিক সংগঠন প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ