জাহিদুল আলম : চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট মোড়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো. আবু তাহের (৬০) নামে এক শ্রবণ প্রতিবন্ধি নিহত হয়েছে। গতকাল শনিবার দুপুর পৌনে ২ টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রবণ প্রতিবন্ধি আবু তাহের চান্দগাঁও থানার মৌলভী পুকুর পাড় এলাকার আব্দুল গফফারের ছেলে।
জেলা পুলিশের উপ-সহকারী পরিদর্শক আলাউদ্দিন তালুকদার জানান, দুপুর পৌনে ২ টায় বহদ্দারহাট মোড়ে সড়ক পারাপারের সময় গাড়ির ধাক্কায় আবু তাহের আহত হয়। গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।