নির্বাচনী কার্যক্রমে তারেকের অংশগ্রহণ, ইসিকে খতিয়ে দেখার অনুরোধ,ওবায়দুল কাদেরের

 

- Advertisement -

ডেস্ক রিপোর্ট: দণ্ডিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়ায় নির্বাচন কমিশনের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রোববার দুপুরে সচিবালয়ে নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ করে ওবায়দুল কাদের বলেন, তারেক রহমান একজন দণ্ডিত অপরাধী। তিনি পলাতক। তিনি একটি দেশে রাজনৈতিক আশ্রয় নিয়ে আছেন। তারেক নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে পারেন কি না, তা বিবেচনা করার দেশবাসীর প্রতি অনুরোধ জানান কাদের। নির্বাচন কমিশনকেও অনুরোধ জানিয়ে কাদের বলেন, তারেকের নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেওয়া কতটা সংগতিপূর্ণ তা আপনারা খতিয়ে দেখবেন।

তিনি বলেন, ‘সমীকরণ বুঝে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। তবে এজন্য ৪ থেকে ৫ দিন সময় প্রয়োজন।সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের প্রার্থীদের নাম আগামী ৪-৫ দিনের মধ্যেই ঘোষণা হবে। জোটের শরিকদের ৬০-৬৫টি আসন দেওয়া হবে।

দলের ইশতেহার ঘোষণা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি জানিয়ে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইশতেহার ঘোষণা করবেন।’ মনোনয়ন নিয়ে জোটের সঙ্গে আলোচনা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘ধীরে ধীরে জোটের সঙ্গে আলোচনা শুরু করবে তার দল। প্রতিপক্ষ হিসেবে বিকল্পধারা এবং যুক্তফ্রন্টকেও আওয়ামী লীগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলেও জানান তিনি।

জোটের প্রতীক কী হবে সে বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের ১৪ দলের জোটের প্রতীক নৌকা। নতুনরা কী করবে ঠিক হয়নি। যেমন যুক্তফ্রন্ট নৌকায় করতে চাইলে সেটাও দেখতে হবে।’ রিজভীর মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ না, বিএনপি ও ঐক্যজোটেরই লেজেগোবরে অবস্থা।

সর্বশেষ