পটিয়ায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৩

 

- Advertisement -

সিরাজুল আলম টিপু : চট্টগ্রামের পটিয়া থানায় পুলিশের হাতে ধরা পড়েছে সিটিজি ক্রাইম টিভির তিনজন। তারা হলেন, শাহেদুল ইসলাম সাগর (৩০), রতন বড়ুয়া (৪৩) ও গাড়ি চালক আনোয়ার হোসেন (৩৩)। গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে পটিয়া থানার ওসি (তদন্ত) রেজাউল করিম মজুমদারকে হুমকি ধমকি ও চাঁদা দাবি করলে পুলিশ তাদের হাতেনাতে গ্রেফতার করে। এসময় প্রভোক্স জিএল ব্র্যান্ডের গাড়ি সিটিজি ক্রাইম স্ট্রিকার লাগানো একটি গাড়ি (চট্টমেট্রো গ- ১২-৬৫৮২) ও আইডি কার্ড, ভিডিও ক্যামরা, মোবাইল, বেশ কিছু ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়।
পুলিশ জানান, দীর্ঘদিন ধরে পটিয়াসহ দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় সিটিজি ক্রাইম টিভিসহ বিভিন্ন অনলাইন পোর্টাল নিউজের পরিচয় দিয়ে বিভিন্ন সেক্টর থেকে চাঁদাবাজি শুরু হয়েছে। কেউ চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ও সিটিজি ক্রাইমের অনলাইন পোটালে মানহানিকর সংবাদ এবং ভিডিও ফুটেজ প্রকাশ করে থাকে। মঙ্গলবার আড়াইটার দিকে একই কায়দায় পটিয়া থানার ওসি (তদন্ত) রেজাউল করিমের কাছে চাঁদাবাজি করতে গেলে গাড়ি চালকসহ তিনজনকে আটক করে।


পটিয়া থানার ওসি শেখ মোঃ নেয়ামত উল্লাহ জানিয়েছেন, বিভিন্ন সময় ভুয়া অনলাইন ও ভুয়া টিভি পটিয়ার সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে চাঁদাবাজি করে যাচ্ছে। সাধারণ মানুষের পাশাপাশি তারা পুলিশকেও বিভিন্নভাবে নাজেহাল করে যাচ্ছে। চাঁদাবাজি ও হুমকি-ধমকির কারণে তাদের বিরুদ্ধে পটিয়া থানার ওসি (তদন্ত) রেজাউল করিম মজুমদার বাদী হয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পটিয়া প্রেস ক্লাব সভাপতি হারুনুর রশিদ ছিদ্দিকী জানিয়েছেন, ভুয়া সংবাদিকদের কারণে প্রকৃত সাংবাদিকরা বিভিন্নভাবে বিব্রত অবস্থায় রয়েছেন। ভুয়ারা নিয়মিত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে গিয়ে হুমকি ধমকি ও চাঁদাবাজি করে যাচ্ছে। অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

সর্বশেষ