spot_imgspot_img
spot_imgspot_img

চট্টগ্রামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

spot_img

জাহিদুল আলম : চট্টগ্রাম মহানগর থেকে আনোয়ার হোসেন (৩০) নামে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। আনোয়ার হোসেন খাগড়াছড়ির মাটিরাঙ্গার রসুলপুর এলাকার হাফেজ আলীর ছেলে। গতকাল মঙ্গলবার সকালে গোপন খবরের ভিত্তিতে নগরীর বায়োজিদ বোস্তামি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মাটিরাঙ্গা থানার ওসি সৈয়দ জাকির হোসেন জানান, ২০০৬ সালের গুইমারা থানায় দায়ের করা একটি নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আনোয়ার হোসেন। দীর্ঘপ্রায় ৮ বছর ধরে তিনি পলাতক ছিলেন। সকালে গোপন খবরের ভিত্তিতে চট্টগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, ২০০৬ সালে মাটিরাঙ্গার রসুলপুর এলাকায় ময়না আক্তার (১৪) নামে এক কিশোরীকে গণধর্ষণের পর হত্যা করা হয়। ওই ঘটনায় ২০১০ সালে খাগড়াছড়ির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল দু’জনকে যাব্বজীবন সাজা দেন। আসামিদের মধ্যে একজন জেলা হাজতে থাকলেও অপরজন আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ