খালেদা জিয়ার ৩ আসনে মির্জা ফখরুল, মিল্টন ও রফিকুল

 

- Advertisement -

ডেস্ক রিপোর্ট: খালেদা জিয়ার তিন আসনে বিকল্প প্রার্থী হিসেবে বগুড়া-৬ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বগুড়া-৭ আসনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিল্টন ও ফেনী এক আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন পত্র জমা দিলেও ওই আসনে দলের বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ঢাকা মহানগর যুবদলের সভাপতি রফিকুল ইসলাম। বিকল্প এ প্রার্থীরা বুধবার স্ব স্ব জেলার নির্বাচন কমিশন কার্যালয়ে রির্টানিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

সর্বশেষ