আসন্ন নির্বাচনে কোনো যুদ্ধাপরাধীকে বিএনপি জোটের পক্ষ থেকে মনোনয়ন দেয়া হবে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।বৃহস্পতিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত জামায়াতে ইসলামীকে ধানের শীষ প্রতীকে কেন নির্বাচন করার সুযোগ দেয়া হয়েছে, এমন প্রশ্নে নজরুল ইসলাম খান বলেন, জামায়াতে তো মুক্তিযোদ্ধাও আছে।‘আপনারা নিশ্চিত থাকেন, কোনো যুদ্ধাপরাধীকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেয়া হবে না’- যোগ করেন নজরুল।
বিএনপির একাধিক সিনিয়র নেতা নির্বাচন থেকে বিরত থাকার বিষয়ে তিনি বলেন, ‘নির্বাচনে সবাই অংশ নেয় না। দলের কেউ কেউ অন্যের নির্বাচনী কাজ করে থাকেন। সুতরাং আবদুল আউয়াল মিন্টু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও হাবীব-উন নবী খান সোহেলের নির্বাচন না করার সিদ্ধান্তকে আপনারা রাজনৈতিক কৌশল হিসেবে নিতে পারেন।
সংবাদ সম্মেলনে ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহদফতর সম্পাদক বেলাল আহমেদসহ অন্যরা।