চট্টগ্রামের দুর্ধর্ষ ফেসবুক হ্যাকার খালেদ মাহমুদ গোয়েন্দা ফাঁদে আটক

 

- Advertisement -

অনলাইন ডেস্ক : মোঃ খালেদ মাহমুদ। বয়স মাত্র ১৮, চট্টগ্রাম সরকারী সিটি কলেজ উচ্চ মাধ্যমিকে ছাত্র। এই বয়সেই সে একজন দুর্ধর্ষ ফেসবুক হ্যাকার। তরুনীদের ফেসবুক আইডি হ্যাক করে সেটি আবার ফিরিয়ে দেয়ার বিনিময়ে মোটা অংকের চাঁদা আদায় করে আসছিলো। কিন্তু শেষ পর্যন্ত এই হ্যাকার আটকা পরেছে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের জালে। বৃহস্পতিবার নগরীর কোতোয়ালী থানার জসসা মার্কেটের সামনে থেকে এই হ্যাকারকে গ্রেপ্তার করতে সক্ষম হয় মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের একটি দল।
মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুুলিশ কমিশনার মোঃ মিজানুর রহমান জানান, নগরীর সামিয়া হোসেন নামের এক তরুনীর আইডি কয়েক সপ্তাহ পূর্বে আকস্মিকভাবে হ্যাক হয়ে যায়। আইডি ফিরিয়ে দেয়ার জন্য আদিল নামের একটি ফেসবুক আইডি থেকে সামিয়ার সাথে যোগাযোগ করে বলা হয় আইডি ফিরে পেতে হলে ৫০ হাজার টাকা চাঁদা দিতে হবে। চাঁদা পরিশোধ করতে সামিয়াকে দেয়া হয় একটা বিকাশ নাম্বারও।

কিন্তু সামিয়া টাকা না দেয়ায় কয়েকদিন পর আবারও নক করে বিকাশ নাম্বারে ২০ হাজার টাকা চাঁদা চাওয়া হয়। চাদা না দিলে আইডিতে থাকা ছবি তথ্য প্রযুক্তির সহায়তায় অশ্লীল ছবি বানিয়ে ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়। এই ঘটনায় তরুনী চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের কাছে অভিযোগ দায়ের করলে উপ-পুুলিশ কমিশনার মোঃ মিজানুর রহমানের দিক নির্দেশনায় অভিযানে নামে গোয়েন্দা পুলিশ। তথ্য প্রযুক্তি সহায়তা নিয়ে পুলিশ তথ্য পায় ফেসবুক হ্যাকিং-এর সাথে জড়িত রয়েছে খালেদ মাহমুদ নামের এক কলেজ ছাত্র।

তার পিতার নাম মফিজুর রহমান (কুয়েত প্রবাসী। তাদের গ্রামের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া থানা এলাকায়। বর্তমানে নগরীর আলকরণ এলাকায় পরিবারের সাথে বসবাস করে।
বেশ কিছুদিন ধরে খালেদ মাহমুদ ফেসবুক আইডি হ্যাক করে চাঁদাবাজী করে আসছিলো বলে পুলিশের কাছে স্বীকার করেছে। তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।ফেসবুক থেকে সংগৃহিত

সর্বশেষ