- Advertisement -
ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী যে কাগজ দেখিয়েছেন সেখানে তিনি দেখাতে পারেননি তারেক রহমান বাংলাদেশের নাগরিকত্ত্ব বর্জন করেছেন। একজনের নাগরিকত্ত্ব নেই এটি মারাত্মক প্রশ্ন।
মঙ্গলবার সুপ্রিম কোর্ট মিলনায়তনে সংবাদ সম্মেলনে জানতে চাইলে এ কথা বলেন তিনি। খোকন বলেন, যে চিঠি প্রকাশ করা হয়েছে সেখানে বেশ কিছু ভুল রয়েছে। আমাদের সন্দেহ এটি জাল।
তিনি বলেন, এটি ২০১৪ সালের চিঠি। নির্বাচনকে সামনে রেখে এতদিন পর কোন উদ্দেশ্যে এটি প্রকাশ করা হলো? আগে এই চিঠির সত্যতা প্রমাণ করা উচিৎ বলে মনে করেন এই আইনজীবী।