বিএনপি চেয়ারপারসন কারাবন্দী খালেদা জিয়ার মুক্তির দাবিতে দলের পূর্বঘোষিত মানববন্ধন কর্মসূচির স্থান পরিবর্তন করা হয়েছে।
মানববন্ধনটি জাতীয় প্রেসক্লাবের সামনে হওয়ার কথা থাকলেও এখন সেটি রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কর্মসূচির স্থান পরিবর্তনের বিষয়টি গণমাধ্যমকে জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সেই সাথে তাঁরা মৌখিকভাবে মানববন্ধন কর্মসূচি পালনের অনুমতি পেয়েছেন বলেও জানান রিজভী।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি থেকে পাঁচ বছরের সাজা প্রাপ্ত হয়ে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়ার বিরুদ্বে এই রায়ের পর থেকেই বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছে দলটি।