বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
spot_img

ক্রেডিট কার্ড জালিয়াতির ‘মূল হোতা’ গ্রেপ্তার: সিআইডি

 

- Advertisement -

পাঁচটি ব্যাংকের ক্রেডিট কার্ড জালিয়াতির সন্দেহভাজন মূল হোতাকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে ওই ব্যক্তিকে তারা গ্রেপ্তার করেন।

আজ বুধবার সকালে সিআইডির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মুঠোফোনের খুদে বার্তায় এই তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, সম্প্রতি পাঁচটি ব্যাংকের ক্রেডিট কার্ড জালিয়াতি হয়। এই জালিয়াতির মূল হোতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে গ্রেপ্তার করে সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগ। তবে ওই ব্যক্তির নাম-পরিচয় বা তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। বিস্তারিত জানাতে আজ বেলা সাড়ে ১১টায় সিআইডির ব্রিফিং করার কথা।

সর্বশেষ