তৌহিদুর রহমান: চট্টগ্রাম-৯ আসনের বিএনপির প্রার্থী ডাঃ শাহাদাত হোসেনের পক্ষে নির্বাচনী প্রচারণা করার সময় চট্টগ্রাম নগর বিএনপির সহ সভাপতি ও সাবেক কাউন্সিলর সবুক্তগীন সিদ্দিকী মক্কীকে গ্রেফতার করেছে চকবাজার থানা পুলিশ। গতকাল শনিবার সকাল দশটার দিকে দেওয়ান বাজার মদীনা মসজিদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
নগরীর চকবাজার কাপাসগোলা থেকে ডাঃ শাহাদাতের পক্ষে বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন ও কেন্দ্রীয় বিএনপির সদস্য শামশুল আলমের নেতৃত্বে সকাল ৯টার দিকে গণসংযোগ শুরু করে দেওয়ানবাজার পর্যন্ত আসলে পুলিশ সবুক্তগীন সিদ্দিকীকে গ্রেফতার করে। গ্রেফতারের বিষয়টি স্বীকার করে চকবাজার থানার ওসি নিজাম উদ্দীন বলেন, মক্কীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।