মো.মুক্তার হোসেন,বাবু : চট্টগ্রাম-৯ কোতোয়ালী-বাকলিয়া সংসদীয় আসনে প্রধান দুই প্রতিদ্ব›দ্বী বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেন ও আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল । আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে উক্ত আসনে মূল লড়াই নৌকা ও ধানের শীষের এই দুই প্রার্থীর মধ্যে। এদিকে নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই গ্রেফতার হওয়া নগর বিএনপির নেতাকর্মীদের ঢাকায় দেখতে গিয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনকে ডিবি পুলিশ গ্রেফতার করে। নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার পর জামিন পেলেও আরেকটি মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখানো হয় তাকে। সেই থেকে কারাগারে ডা. শাহাদাত হোসেন। নির্বাচনে তার পক্ষে বিএনপির ফরম জমা দেন নগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম সাইফুল আলম ও ডা. শাহাদাতের পিএস এডভোকেট মারুফুল হক’সহ নেতৃবৃন্দ। ডা. শাহাদাত মামলার বোঝা নিয়ে কারাগারে থাকলেও তার পক্ষে নির্বাচনী প্রচারণায় নেমেছেন মহানগর বিএনপির নেতারা।
বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেন কারাগারে থাকলেও মাঠে গণসংযোগ ও প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দীন চৌধুরীর জনপ্রিয়তা কাজে লাগিয়ে দলের সিনিয়র নেতাদের নিয়ে ভোটারদের কাছে গিয়ে নৌকায় ভোট প্রার্থনা করছেন মহিউদ্দীন পুত্র নওফেল।
এদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, নগর আওয়ামীলীগের সাবেক সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার সকালে চশমা হিলস্থ মসজিদে দোয়া মাহফিল ও খতমে কোরানের আয়োজন করা হয়। মহিউদ্দিন চৌধুরীর পরিবারের পক্ষে আয়োজিত দোয়া মাহফিলে মহিউদ্দিন পুত্র ব্যারিস্টার নওফেলের সাথে ছিলেন সিটি মেয়র ও নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনসহ নগর আওয়ামীলীগ নেতৃবৃন্দ। এছাড়াও দোয়া মাহফিলে মহিউদ্দিন চৌধুরীকে স্মরণ করে তাঁর শূন্যতা পূরণে উপস্থিত সকলের উদ্দেশে চট্টগ্রাম-৯ আসনের প্রার্থী ব্যারিস্টার মহীবুল হাসান চৌধুরী নওফেলের জন্য ভোট চান মেয়র।
তিনি বলেন, মহিউদ্দিন চৌধুরী ছিলেন চট্টগ্রামের উন্নয়নের বাতিঘর। মহিউদ্দিন চৌধুরী মেয়র নির্বাচিত হওয়ার পর থেকেই চট্টগ্রামের উন্নয়নের যাত্রা শুরু হয়। এরই ধারাবাহিকতায় উন্নয়নের পাশাপাশি তিনি সিটি কর্পোরেশনকে সত্যিকারের জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরিত করেন। মেয়র বলেন, মহিউদ্দিন চৌধুরীর যোগ্য উত্তরসূরি চট্টগ্রাম-৯ আসনে আমাদের প্রার্থী ব্যারিস্টার মহীবুল হাসান চৌধুরীকে আগামী ৩০ ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে। এ বিজয় ছাড়া আমাদের বিকল্প নেই। নগরের পূর্ণাঙ্গ আসনগুলোর বিজয়ের সাথে আংশিক আসনগুলোর জয় অনেকটাই নির্ভর করে। তাই আজ মহিউদ্দিন ভাইয়ের প্রথম মৃত্যুবার্ষিকীর এই দোয়া মাহফিলে আপনাদের কাছে এটাই চাওয়া।
এদিকে কারাবন্দি ডা. শাহাদাত হোসেনের জন্য ভোট চাইলেন মীর মো. নাছির উদ্দিন ও সামশুল আলমসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। মীর নাছির বিএনপির সাবেক প্রতিমন্ত্রী এবং সামশুল আলম ইলিয়াছ ব্রাদার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির প্রভাবশালী নেতা। গতকাল শনিবার বেলা ১০টার দিকে নগরের চকবাজার থেকে ওই দুই নেতার নেতৃত্বে মিছিল বের হয়। মিছিলটি কাপাসগোলা তেলিপট্টি হয়ে দিদার মার্কেটে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এসময় দুজনই নির্বাচন কমিশনের কাছে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান।