চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যান গ্যারেজে, নিহত ১

 

- Advertisement -

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়াতে পণ্যবাহী কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিএনজি অটোরিকশার গ্যারেজে ঢুকে পড়ে মো. সেলিম (৪০) নামে এক গ্যারেজ মিস্ত্রি নিহত হয়েছেন। এ সময় আরো তিনজন ব্যক্তি আহত হয়েছেন।

নিহত সেলিম পটিয়ার কাগজীপাড়ার এয়ার মোহাম্মদের ছেলে। আহতরা হলেন সাইফুল (২৪), শফি (২৮) ও মোহাম্মদ মুছা (৪০)।

মঙ্গলবার উপজেলার মাজার গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এএসআই মো. আলাউদ্দিন তালুকদার।

তিনি বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানটি সিএনজি অটোরিকশার গ্যারেজে ভেতরে ঢুকে পড়ে। এতে গ্যারেজের ভেতরে থাকা ৪ জন আহত হন। আহতদের মধ্যে একজনকে গুরুতর আহতাবস্থায় চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সর্বশেষ