বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
spot_img

চট্টগ্রামে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে দুই পথশিশুর লাশ উদ্ধার

 

- Advertisement -

ট্রেনের ছাদে খেলার ছলে লাফালাফি করার সময় দুই পথশিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও এক শিশু। মঙ্গলবার গভীর রাত ২টার দিকে চট্টগ্রাম রেলস্টেশনে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের বয়স ১০-১২ বছরের মধ্যে। রেলওয়ে থানার সেকেন্ড অফিসার সাব্বির আহমেদ জানান, আহত শিশুর কাছে জানতে পারি, রাতে তারা পাঁচজন (ভাসমান শিশু) ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে ওই ট্রেনের ছাদে ওঠে। ট্রেনের ছাদে খেলার ছলে তারা লাফালাফি করছিল। ট্রেনটি ফেনীতে একটি ফুটওভার ব্রিজ অতিক্রমকালে দুজন শিশু মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যায়। এ সময় আহত হয় আরও এক শিশু। রাত ২টার দিকে ট্রেনের ছাদ থেকে তাদের উদ্ধার করা হয়েছে।নিহতদের মরহেদ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া ট্রেনের ছাদে থাকা অন্য দুই শিশুর কোনো খোঁজ পাওয়া যায়নি। তাদের খোঁজার চেষ্টা চলছে বলে জানান ওসি।

সর্বশেষ