সিসি ক্যামেরার আওতায় আসছে চমেক হাসপাতাল

তৌহিদুর রহমান : চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চারপাশে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপনের কাজ শুরু করেছে পাঁচলাইশ থানা। সহিংসতা, চুরি-ডাকাতি ও ছিনতাইসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় আগামী এক সপ্তাহের মধ্যে সিসি ক্যামেরা লাগানোর কাজ শেষ হবে বলে জানিয়েছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল হক ভূঁইয়া।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সূত্র মতে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ গেইট, মেডিকেল পূর্ব গেইট, স্টাফ কোয়ার্টার, মেডিকেল পার্কিং, মেডিকেল মেইন গেইট, মেডিকেল মর্গ, প্রবর্তক মোড, মেডিকেল পশ্চিম গেইটে নতুন করে ১৬টি সিসি ক্যামেরা স্থাপনের কাজ চলছে। স্থাপিত সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ করবেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল হক ভূঁইয়া। এ প্রসঙ্গে জহিরুল হক ভূঁইয়া বলেন, মেডিকেল ভিতরে সীমিত সিসি ক্যামেরা আছে। কিন্তু মেডিকেলে চারদিকে কোন ধরনের সিসি ক্যামেরা ছিলনা। যেহেতু মেডিকেল একটি স্পর্শকাতর জায়গা, তাই মেডিকেলে যে কোন ধরনের নাশকতা এড়াতে মূলত সিসি ক্যামেরা বসানো হচ্ছে। এর মাধ্যমে আমরা চুরি-ডাকাতি-ছিনতাইসহ অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণ করতে পারবো। চমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আখতারুল ইসলাম বলেন, সবসময় মেডিকেল স্পর্শকাতর জায়গা, তাই মেডিকেলের চতুরাংশে নিরাপত্তা প্রয়োজন। মেডিকেলের পক্ষ থেকে আনসার দিয়ে নিরাপত্তা দিলেও অনেক ঘটনা ঘটে যাচ্ছে। পাঁচলাইশ থানার উদ্যোগে মেডিকেলের চারপাশে ১৬টি সিসি ক্যামেরা স্থাপনের কাজ চলছে। সিসি ক্যামেরা স্থাপনের কাজ শেষ হলে মেডিকেলের চারদিকে নিরাপত্তার কোন ঘাটতি থাকবেনা।
প্রসঙ্গত, চমেক হাসপাতালে ২০১৩ সালে প্রথম দফায় সীমিত পর্যায়ে মাত্র পাঁচটি সিসি ক্যামেরা লাগান তৎকালীন পরিচালক ফরিদুজ্জামান। দ্বিতীয় দফায় মোট ৫৫টি ক্যামেরা বসানো হয়।

সর্বশেষ