বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫
spot_img

১০৯তম বলীখেলার শিরোপা জিতল চকরিয়ার জীবন

 

- Advertisement -

চট্টগ্রামের ঐতিহাসিক আব্দুল জব্বারের ১০৯তম বলীখেলার (কুস্তি প্রতিযোগিতা) কুমিল্লার শাহজালাল বলিকে হারিয়ে শিরোপা অর্জন করেছেন চকরিয়ার তারেকুল ইসলাম জীবন বলি। খেলার ২০ মিনিটের মাথা তারা একজন আরেকজনকে পরাস্থ করেন এ শিরোপা জিতে জীবন বলি।

সর্বশেষ