চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাস্তিপুর সীমান্ত এলাকা থেকে ৩২০টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার ওজন ৩৭ কেজি। বুধবার বিকেল পৌনে ৩টার দিকে পাচারের সময় বারগুলো জব্দ করা হয়। তবে এ ঘটনায় কোনো পাচারকারীকে আটক করা যায়নি।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক ইমাম হাসান সমকালকে জানান, চুয়াডাঙ্গা থেকে ভারতে স্বর্ণের চালান পাচার হবে- এমন খবর পেয়ে বিজিবির একটি দল সকাল থেকে নাস্তিপুরসহ আশাপাশে অবস্থান নিয়ে ছিল। বিকেল পৌনে ৩টার দিকে নাস্তিপুর সীমান্তের ৮০নম্বর মেইন পিলারের কাছে সন্দেহভাজন তিন পাচারকারীকে দেখতে পান বিজিবি সদস্যরা। এ সময় পাচারকারীরা বিজিবির উপস্থিটি টের পেয়ে তাদের কাছে থাকা তিনটি ব্যাগ মাথাভাঙ্গা নদীতে ফেলে সাঁতরে ভারতে পালিয়ে যায়। বিজিবি সদস্যরা নদী থেকে ব্যাগ তিনটি উদ্ধার করেন। এরপর বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ব্যাগ তিনটি খুল স্বর্ণের বারগুলো পাওয়া যায়।