শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
spot_img

তারেক জিয়াকে নিয়ে সরকার অপপ্রচার চালাচ্ছে: ফখরুল

 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমান বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করেননি। তিনি বাংলাদেশের নাগরিক ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। তার বিরুদ্ধে সরকার অপপ্রচার চালাচ্ছে। সরকার মিথ্যাচার করছে যে, তিনি এ দেশের নাগরিকত্ব বর্জন করেছেন।

রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বুধবার চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি ঘোষিত আট দিনের কর্মসূচির চতুর্থ দিনে মানববন্ধনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

নির্বাচন অনুষ্ঠানের জন্য নিরপেক্ষ অবস্থা তৈরির আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, নির্বাচন করতে হলে লেভেল প্লেয়িং ফিল্ড, খালেদা জিয়াসহ সব রাজবন্দিদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। সংসদ ভেঙে দিয়ে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। বৃহৎ জাতীয় ঐক্য গড়ে তুলে খালেদা জিয়া ও গণতন্ত্রকে মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

মহাসচিব ফখরুল বলেন, খালেদা জিয়া প্রতিদিন আরও অসুস্থ হচ্ছেন। তার স্বাস্থ্য ভেঙে পড়ছে। তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার দাবি জানান তিনি।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস ও আমীর খসরু মাহমুদ চৌধুরী। তারা অভিযোগ করেন, সরকার খালেদা জিয়া ও বিএনপিকে বাইরে রেখে ৫ জানুয়ারির মত আরেকটি পাতানো নির্বাচন করতে চাইছে।

পূর্বঘোষিত এ কর্মসূচিকে সফল করতে বিএনপির নেতাকর্মীরা সকাল সাড়ে ১০টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমবেত হন। সকাল ১১টায় মানববন্ধন কর্মসূচি শুরু হয়। আইনশৃঙ্ক্ষলা বাহিনীর সদস্যরা এদিন সকাল থেকেই নয়াপল্টন ও এর আশপাশে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে মানববন্ধনে বিএনপি ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মো. শাহজাহান, অ্যাডভোকেট আহমদ আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, জয়নাল আবেদীন ফারুক, আতাউর রহমান ঢালী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকনসহ দলটির সহযোগী সংগঠন ও ২০ দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে ঢাকাসহ সারাদেশে একই দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে দলটির নেতাকর্মীরা।

সর্বশেষ