spot_imgspot_img
spot_imgspot_img

মালিবাগে বাসচাপায় দুই তরুণী নিহত, ভাঙচুর, অবরোধ

spot_img

 

- Advertisement -

রাজধানীর মালিবাগে বাসচাপায় দুই তরুণী নিহতের ঘটনায় মালিবাগ-রামপুরা সড়ক অবরোধ করে ভাঙচুর করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে মালিবাগের চৌধুরীপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নাহিদ পারভীন পলি (১৬) ও মিম (২২)। তাদের দুজনের বাসা মালিবাগ পদ্মা সিনেমা হলের বিপরীতে। তারা এমএইচ গার্মেন্ট শ্রমিক হিসেবে কাজ করতো।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, আজ বেলা দেড়টার দিকে মালিবাগের চৌধুরীপাড়ার রাস্তা দিয়ে যাচ্ছিলেন মিম ও পারভিন। এ সময় সুপ্রভাত পরিবহনের একটি বাস তাঁদের দুজনকে চাপা দেয়। ঘটনাস্থালেই মিম মারা যায়। পুলিশ সার্জেন্ট সুব্রত কুমার দে পারভিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পারভিনকে আহত অবস্থায় দ্রুত হাসপাতালে নিয়ে আসলে পারভিনও মারা যায়। তরুণী দুজনের লাশ মর্গে রাখা হয়। তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যাচ্ছিল না। পরে তাঁদের সহকর্মীরা মর্গে এসে লাশ শনাক্ত করেন।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোহাম্মদ ফজলুল করিম বলেন, ঘাতক বাসটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ