চট্টগ্রামে দ্রুতগামী লরিচাপায় কেড়ে নিল দুই যাত্রীর প্রাণ

জাহাঙ্গীর আলম সেজান : চট্টগ্রাম মহানগরীতে একটি দ্রুতগামী লরির চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৬ টায় ইপিজেডে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই জনের মধ্যে একজনের নাম রাজু মিয়া (৪০)। তার বাড়ি বরগুনা জেলায়। অন্যজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইপিজেড মোড়ে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর উল্টে যায়। এ সময় লরির নিচে চাপা পড়ে সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী গুরুতর আহত হন। পরে দ্রুত তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল হাসপাতালে পাঠানো হয়। তবে চট্টগ্রাম জেলা পুলিশের এএসআই আলাউদ্দীন তালুকদার বলেন, অহত অবস্থায় তাদেরকে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সর্বশেষ