চট্টগ্রাম ওয়াসা বোর্ডের ৫০তম সভা

মো.মুক্তার হোসেন বাবু : চট্টগ্রাম ওয়াসা বোর্ডের ৫০তম সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়াসার বোর্ডরুমে ওয়াসা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ডঃ প্রকৌশলী এস এম নজরুল ইসলাম এফ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পাঁচটি আলোচ্য সূচীর মধ্যে ৪৯তম সাধারণ সভার কার্যবিবরনী নিশ্চিত করন। একই সাথে চট্টগ্রাম ওয়াসা বোর্ড সভার সিদ্ধান্তসমুহের অগ্রগতির প্রতিবেদন,চট্টগ্রাম ওয়াসার ২০১৮-১৯ অর্থ বছরের সংশোধিত ও ২০১৯-২০ অর্থ বছরের প্রাক্কলিত রাজস্ব বাজেট সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং অনুমোদন করা হয়।
গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় সভায় চট্টগ্রাম ওয়াসা বোর্ডের সদস্য সত্যজিৎ কর্মকার , শওকত হোসেন এফসিএ , এ,এফ,এম কবির মানিক , বেগম আবিদা আজাদ, মহসীন কাজী , ডাঃ শেখ মোহাম্মদ শফিউল আজম, জাফর আহমেদ সাদেক ও চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ,কে,এম ফজলুল্লাহ উপস্থিত ছিলেন। চট্টগ্রাম ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন/ প্রকৌশল /অর্থ),সচিব, বানিজ্যিক ব্যবস্থাপক, প্রধান প্রকৌশলীসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে সভার কার্যক্রমে সহযোগিতা করেন।

সর্বশেষ