মানহানির ১৩ মামলায় ব্যারিস্টার মইনুলের জামিন

 

- Advertisement -

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ব্যারিস্টার মইনুল হোসেন মানহানির ১৩ মামলায় ছয় মাসের অন্তবর্তীকালীন জামিন পেয়েছেন তিনি। একইসঙ্গে তার ১৫ মানহানি মামলার কার্যক্রম ছয় মাস স্থগিত করেছেন হাইকোর্ট। এ নিয়ে তিনি ১৯ মামলায় জামিন পেলেন। আইনজীবীরা জানিয়েছেন কারমুক্তি পেতে বাধা নেই জ্যেষ্ঠ এ আইনজীবীর।

মামলা কার্যক্রম স্থগিতের পাশাপাশি জামিন চেয়ে করা আবেদনের শুনানি শেষে আজ বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি জাফর আহমেদ সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। এছাড়া তাকে কেন স্থায়ী জামিন দেয়া হবে না এবং মামলার কার্যক্রম কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে সরকারের সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন আদালত।
আদালতে মইনুল হোসেনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। সঙ্গে ছিলেন আইনজীবী এম মাসুদ রানা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল খুরশীদুল আলম।

সর্বশেষ