চট্টগ্রামে পরিবহন ধর্মঘট শুরুর আগেই প্রত্যাহার

 

- Advertisement -

মো.মুক্তার হোসেন বাবু :

চট্টগ্রাম জেলা প্রশাসকের মধ্যস্থতায় আজ সোমবার থেকে ৪৮ ঘণ্টা সড়ক ধর্মঘটের ঘোষণা দেয়ার পর তা প্রত্যাহার করে নিয়েছেন পরিবহন শ্রমিক নেতারা। গতকাল রোববার দুপুর ২টায় চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে দু’পক্ষের সমঝোতার মাধ্যমে পরিবহন শ্রমিক নেতারা ধর্মঘট প্রত্যাহার করে নেন।
বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রামের সাধারণ সম্পাদক অলি আহামদ। তিনি বলেন, আমাদের দাবী ডিসি মহোদয়কে বলেছি। তিনি আমাদের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিবেন বলে জানিয়ে দেয়াতে আমরা ধর্মঘট প্রত্যাহার করেছি। এ বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন জানান, দেশের স্বার্থ এবং ভোগান্তির বিষয় বিবেচনা করে আমরা পরিবহন ধর্মঘটকারীদের ডেকে তাদের দাবীগুলো লিখিতভাবে নিয়েছি এবং সব বিষয় বিবেচনা করে ব্যবস্থা নিবো বলে আশ্বস্ত করি। তাতেই উনারা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নেন।
জেলা প্রশাসকের কার্যালয়ে দু’পক্ষের সমঝোতার সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রশাসক। উপস্থিত ছিলেন সীতাকুন্ড আসনের সাংসদ দিদারুল আলম, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা, বাংলাদেশ সড়ক পরিবহন শ্র্রমিক ফেডারেশনের বিভাগীয় কমিটির সভাপতি হাজী রুহুল আমিন, আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ মুছা, কার্যকরি সভাপতি রবিউল মওলা, সাধারণ সম্পাদক অলি আহামদসহ ফেডারেশনের নেতৃবৃন্দ।
জানা গেছে, সাংসদ দিদারের পদত্যাগের পাশাপাশি আজ সোমবার থেকে ৪৮ ঘন্টা সড়ক ধর্মঘটের ডাক দেন বাংলাদেশ সড়ক পরিবহন ¤্রমিক ফেডারেশন। এ নিয়ে গতকাল রোববার সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন। একইভাবে দুুপুর ১টার দিকে চট্টগ্রাম প্রেসক্লাবে পুনরায় সংবাদ সম্মেলন করেন চট্টগ্রাম সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ। তারা ধর্মঘট অবাঞ্ছিত এবং শ্রমিক স্বার্থ বিরোধী শ্রম আইন পরিপন্থি বলে দাবি করেন।

সর্বশেষ